স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে বর্তমান বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। যার ঝুলিতে রয়েছে ২৬টি শতক ও ২৭টি অর্ধ-শতক।
ইতিমধ্যে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয়লাভ করেছে অজিরা। তবে ব্রিসবেনে প্রথম টেস্ট ম্যাচটি পাকিস্তান হারলেও, স্মিথের বিপক্ষে ঠিকই জিতে গেছে পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ।
বিশ্বের সেরা সেরা বোলার যেখানে স্মিথকে আউট করতে হিমশিম খেয়ে বসে। সেখানে ব্রিসবেনে হওয়া টেস্ট ম্যাচে মাত্র ৪ রানে বোল্ড আউট হয় বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান স্মিথ। বোল্ড আউট করে স্মিথকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয় ইয়াসির শাহ।
এ নিয়ে টেস্ট ক্রিকেটে মোট সাতবার স্মিথকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছে পাকিস্তানি এই লেগী। এইখানেই শেষ নয়। অজি ব্যাটসম্যানকে আউট করার পর হাতের সাতটা আঙ্গুল দেখিয়ে স্মিথকে রীতিমতো অপমানও করে বসে এই লেগ স্পিনার।
স্মিথকে সাজঘরে ফিরানোর পর ইয়াসির শাহ তার হাতের সাতটি আঙ্গুল দেখালে তা নিয়ে মিডিয়ায় অনেক আলোচনাও শুরু হতে থাকে। এমন আলোচনার পর এবার চুপ রইলেন না স্মিথ নিজেও।
ইয়াসির শাহ’র বলে যেনো আর আউট না হতে হয় সেদিক থেকে নিজেকে আরও নিয়মের মধ্যে আনতেই আপাতত নিজেকে প্রস্তুত করছে বলে জানান স্মিথ।
স্মিথ বলেন, ইয়াসিরের বলে আবারও আউট হয়ে আমাকে কিছুটা অনুপ্রেরণা দিয়েছে। এরপর থেকে আমি তার বিরুদ্ধে আরও শৃঙ্খলাবদ্ধ হব।
স্মিথ আরও বলেন, সে আমাকে বেশ কয়েকবার আউট করেছে। কিন্তু দু-একবার এমন সময় ইয়াসির আমাকে আউট করেছে যখন আমি মারমুখী অবস্থায় ছিলাম। সুতরাং আমি খুব বেশি চিন্তিত নই বললেও চলে। কিন্তু আমি তার বিরুদ্ধে আরও সতর্ক হয়ে খেলার চেষ্টা করবো।
সুত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।