জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারে ঈদগাহের মাটি খননের সময় একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘির পাড় বাজার সংলগ্ন এলাকায় মূর্তিটি দেখতে পান পারভেজ মিয়া নামের এক রাজমিস্ত্রি।
তবে এটি আসলেই কষ্টিপাথরের মূর্তি কিনা, পরীক্ষা-নিরীক্ষার আগে তা বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের সংবাদে ওই এলাকায় উৎসুক জনতা ভিড় করেন। পরে স্থানীয় জুয়েল আহমদের সহযোগিতায় পতনঊষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে মূর্তিটি হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, ঈদগাহের ওই জায়গায় প্রাচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করতেন। কয়েক বছর আগেও এ রকম একটি মূর্তি পাওয়া যায়।
পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু বলেন, রাজদিঘির পাড় বাজারে ঈদগাহের মাটি খননের সময় মূর্তিটি পাওয়া গেলে স্থানীয়রা আমাকে জানান। পরে আমি মূর্তিটি উদ্ধার করে ইউনিয়ন অফিসে নিয়ে আসি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, মূর্তিটি পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। দু-একদিনের মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।