জুমবাংলা ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) থেকে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে আবারও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস। সব তফসিলি ব্যাংকের অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
এদিকে ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। রবিবার ও সোমবার সকালে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে ঢাকা ফেরা মানুষের ভিড়। ঈদ যাত্রায় ঢাকায় ফেরার সময়ও কোনো ধরনের ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন অনেকে।
সায়েদাবাদে খুলনা থেকে ফেরা ইসলামুল হক নামে এক ব্যক্তি বলেন, ঈদ শেষ। তাই ঢাকায় ফিরে আসছি। এবার ঈদে বেশি দিন ছুটি হওয়ার কারণে বাড়িতে অনেক মজা হয়েছে।
রাবিবা নামে এক নারী বলেন, অনেকদিন হলো বাড়িতে ছিলাম। এখন কাজের তাগিদে ঢাকায় ফিরে এলাম। ঢাকা এখনো ফাঁকা দেখছি। তবে আসার জন্য পরিবহণে কোনো সমস্যা হয়নি।
পবিত্র রমজান শেষে শনিবার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই ছুটি শেষ হয়েছে গতকাল রবিবার। সোমবার থেকে শুরু হয় অফিস।
বঙ্গভবন ছেড়ে যেখানে উঠলেন আবদুল হামিদ, যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।