ঈদের দিন কোন ক্রিকেটার কোথায় ঈদ পালন করলেন

ক্রিকেটার

বৃহস্পতিবার সারা বাংলাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। সারাবছর ক্রিকেট খেলায় ব্যস্ত থাকলেও ঈদের সময় ক্রিকেটাররা চলে যান পরিবারের কাছে। আর দেশের বেশির ভাগ ক্রিকেটারই ঈদ উদযাপনের জন্য ছুটে গিয়েছেন নিজের গ্রামের বাড়িতে।

ক্রিকেটার

তারকা ক্রিকেটার সাকিব আল হাসান অবশ্য আছেন দেশের বাইরে। আমেরিকাতে স্ত্রী ও সন্তানদের সাথে ঈদ উদযাপন করেছেন তিনি। আজ পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও পোস্ট করেছেন সাকিবপত্নী।

Eid Mubarak to all

মুশফিকুর রহিম বরাবরের মতোই ঈদ করেছেন নিজ শহর বগুড়ায়। মাহমুদউল্লাহ রিয়াদ ছুটে গিয়েছেন জন্মভুমি ময়মনসিংহে। এছাড়া জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর গিয়েছেন রাজশাহীতে। মেহেদী হাসান মিরাজ এবার ঈদ পালন করেছেন ঢাকার বাসাতেই।

Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu.. ‘Takab’ballahu minna wa minkum’ Eid Mubarak to all…

তাসকিন আহমেদ আছেন ঢাকাতেই। বাবা এবং ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছেন এই ফাস্ট বোলার। মাহমুদুল হাসান জয় চাঁদপুরে, শরিফুল ইসলাম পঞ্চগড়ে, শাহাদাত হোসেন দিপু চট্টগ্রামে ও রিশাদ হোসেন ঈদ পালন করেছেন নীলফামারিতে। এনামুল হক বিজয় গিয়েছেন কুষ্টিয়ায়। তাওহীদ হৃদয় ঈদ উদযাপন করছেন নিজের জেলা বগুড়ায়।

ঈদের যে সিনেমা নিয়ে আসছেন সালমান খান

আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সাথে তিনি ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিজের গ্রাম, নিজের মানুষ, নিজের দেশ; এর উপর কিছু নেই পৃথিবীতে। ঈদ পরিপূর্ণতা পায় এভাবেই।’