দ্বিতীয় ম্যাচের আগেই চোট থেকে সেরে উঠেছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলন করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই চোটের কারণে ৩ মার্চ সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি। ৫ মার্চ হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। এ ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

ফাইল ছবি

আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘গত ২ তারিখে মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর আমরা একটি এক্স-রে করাই। এক্স-রে রিপোর্টে কোনো চিড় বা খারাপ কিছু আসেনি, এক্স-রে নরমালই এসেছে। এজন্য আমরা তাকে অবজারবেশনে রেখেছিলাম। দেখা যায় যে সেখানে কোনো সোয়েলিং আসেনি।’

যোগ করেন বায়েজিদ, ‘আজ যে ব্যাট করল, থ্রো-ডাউন করল। স্পিনেও করলো, পেস বোলিংয়েও করলো। তো হি ইজ গুড। আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে।’

গত বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি মুশফিকের। কিছুদিন আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না, তবে বিপিএলে নেতৃত্ব দিয়েছেন খুলনা টাইগার্সকে।