আন্তর্জাতিক ডেস্ক : একই দিনে জুমা ও হোলি হওয়ার কারণে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌর মসজিদগুলোতে জুমার নামাজের জামাতের সময় এক ঘণ্টা পেছানো হয়েছে।
বৃহস্পতিবার ইসলামিক সেন্টার অব ইন্ডিয়ার চেয়ারম্যান মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মহল্লি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন।
তাতে বলা হয়, শুক্রবার লক্ষ্মৌর মসজিদগুলোতে সাড়ে ১২টার পরিবর্তে সতর্কতা স্বরূপ দেড়টায় জুমার খুতবা শুরু হবে।
একইসাথে ওই নির্দেশনায় বাড়ির কাছাকাছি মসজিদে জুমা আদায়ের জন্য মুসুল্লিদের প্রতি আহ্বান জানানো হয়।
আইচবাগ ঈদাগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি তাতে আরো বলেন, হোলির দিনে নিরাপত্তা নিশ্চিতে মুসলিম সম্প্রদায় দূরের মসজিদের বদলে বাড়ির কাছাকাছি মসজিদে জুমা আদায় করবেন।
তাছাড়া জুমার জামাতের সময়ও এক ঘণ্টা পেছানোর পরামর্শ দেন তিনি। কারণ হিসেবে বলা হয়, সাধারণত হোলির হইচই দুপুর একটা পর্যন্ত থাকে।
এই বছর জুমার দিনে হিন্দুদের হোলি উৎসব অনুষ্ঠিত হবে। একইসাথে ওই দিন শবে বরাতও। এজন্য উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী দিনেশ শর্মা মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গির সাথে সাক্ষাত করে তাকে নিরাপত্তা নিশ্চিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। তার ওপর ভিত্তি করেই মসজিদগুলোতে জুমার নামাজের সময় পিছিয়ে দেয়া হলো।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া ও কাওমি আওয়াজ
৪০ কোটি পাউন্ড পাওনা দেয়ার পর ২ বৃটিশ নাগরিককে মুক্তি দিল ইরান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।