
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীর পানি উত্তাল হয়ে বড় বড় ঢেউ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নৌ-দুর্ঘটনা এড়াতে আজ বেলা সোয়া ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত্ম এই নৌপথে সকল লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চসার্ভিস বন্ধ থাকলেও সেখানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। চলাচলকারি ফেরিগুলো সার্বক্ষণিক সচল রেখে বিভিন্ন গাড়ি ও যাত্রী পারাপার করা হচ্ছে।
kalerkantho
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



