দুদিনেও উদ্ধার হয়নি পুলিশের ওয়াকিটকি ও মোবাইল

বগুড়ার সোনাতলা থানা

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বগুড়ার সোনাতলা থানা পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া ওয়াকিটকি, নগদ টাকা ও দুটি মোবাইল দুদিন পরও উদ্ধার হয়নি। এ ছাড়া আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলাও হয়নি। তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়ার সোনাতলা থানা
গতকাল বুধবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার মুলিবাড়ি থেকে কড্ডা এলাকার মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল আজ সন্ধ্যায় জানান, ছিনতাইয়ের ঘটনায় আজ রাতেই (বৃহস্পতিবার) মামলা হবে। বগুড়ার সোনাতলা থানা পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।

তিনি আরো বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা মালামাল উদ্ধার হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ‘

ঘটনার বিষয়ে বগুড়ার সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, সোনাতলা থানায় কর্মরত এসআই আব্দুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম সাদা পোশাকে গতকাল বুধবার রাতে ঢাকা থেকে একটি মামলার ভিকটিম নিয়ে মাইক্রোবাসে বগুড়ায় আসছিলেন।

তিনি আরো জানান, ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা মাইক্রোবাসে ঢিল ছুঁড়ে মারে। এতে মাইক্রোবাসের গ্লাস ভেঙে গেলে চালক মহাসড়কের পাশে মাইক্রোবাস থামিয়ে দেন। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী মাইক্রোবাসে থাকা পুলিশের সাথে জবরদস্তি করে ১টি ওয়াকিটকি, নগদ টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।