দেশে এইচআইভি রোগী ৯৭০৮ জন
জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে বাংলাদেশে শনাক্তকৃত এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন। এর মধ্যে ৬০৭৫ জন চিকিৎসাধীন এবং ১৮২০ জন মারা গেছে। বাকিদের সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। রোববার জাতীয় সংসদে লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বর্তমানে ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে। ৮টি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। সরকারি ও বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদান করা হচ্ছে।
থ্যালাসেমিয়া রোগী : এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের শতকরা ১০-১২ ভাগ মানুষ থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিন ই রোগের বাহক। বর্তমানে দেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা প্রায় ৯০ হাজার।
সরকারি মেডিকেল কলেজে ২৬০৫ শিক্ষকের পদ খালি : কাজিম উদ্দিন আহাম্মেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৫৮৯টি অনুমোদিত ক্যাডার পদের বিপরীতে শূন্য পদ ২৬০৫টি। সংযুক্ত হিসাবে কর্মরত ১৩৬৯ জন। মেডিকেল কলেজগুলোতে সরাসরি শিক্ষক নিয়োগ করা হয় না।
ডিএমসির শয্যা পাঁচ হাজারে উন্নীত করার পরিকল্পনা : দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দুই হাজার ছয়শ শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রায় দ্বিগুণ সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। ফলে এই হাসপাতালে রোগী ও স্বজনদের থাকা-খাওয়া ও চিকিৎসাসেবা কার্যক্রমে কিছুটা অসুবিধা হয়। তবে সরকার রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে ডিএমসির শয্যা পাঁচ হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
তামাক নিয়ন্ত্রণে উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। এ লক্ষ্যে জনস্বাস্থ্যের জন্য হুমকি ই-সিগারেট আমদানি, উৎপাদন, বিক্রি, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। ১৫৩ জন সংসদ-সদস্যদের সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিদ্যমান আইন সংশোধনীতে ই- সিগারেটসহ ইমার্জিং তামাক পণ্য নিষিদ্ধ করে প্রস্তাব যুক্ত করেছে। সুনির্দিষ্টভাবে, ১৫৩ জন সংসদ-সদস্যের সুপারিশের আলোকে এ খসড়া আইনে ‘ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস ইত্যাদি নিষিদ্ধ’ বিষয়ক একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। নতুন এ ধারার মাধ্যমে ই-সিগারেটসহ সব প্রকার ইমার্জিং তামাক পণ্য আমদানি, উৎপাদন, বিক্রি, বিপণন ও ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
আরও দুটি উদ্ধারকারী জাহাজ কেনার প্রক্রিয়া চলছে : মোহাম্মদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের নৌপথে দুর্ঘটনায় নৌযান উদ্ধারে বর্তমানে বিআইডবিউটিএ’র দুটি ৬০ টন (বিআইডবিউটিএ-হামজা ও বিআইডব্লিউটিএ-রুস্তম) ও বিআইডব্লিউটিএ’র দুটি ২৫০ টন (বিআইডব্লিউটিএ-নির্ভীক ও বিআইডব্লিউটিএ-প্রত্যয়) ক্ষমতা-সম্পন্ন উদ্ধারকারী জাহাজ রয়েছে। বর্তমানে আরও দুটি দুই হাজার টন ক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।