এই ৫ দেশের মোট আয়তন ৫০ বর্গমাইল

vatican-city

আন্তর্জাতিক ডেস্ক : দেশ বলতে আমরা সাধারণত হাজার হাজার বর্গমাইল আয়তনের স্থান বুঝি। কিন্তু বিশ্বে এমন কিছু দেশ আছে, যেগুলো বেশ ছোট। সেগুলোর বিস্তৃতি মাত্র কয়েক বর্গমাইল এলাকাজুড়ে। বিশ্বের এমনই পাঁচটি দেশের কথা উঠে এসেছে ফক্স নিউজের প্রতিবেদনে। দেশগুলোর মোট আয়তন ৫০ বর্গমাইলেরও কম।

vatican-city

ভ্যাটিকান সিটি
আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। প্রতিদিন হাজার হাজার পর্যটক দেশটিতে যাতায়াত করলেও স্থায়ী বাসিন্দার সংখ্যা হাজারেরও কম। স্থলবেষ্টিত সম্পূর্ণ স্বাধীন এই দেশটির আয়তন মাত্র ১০৯ একর। ইতালির রোম শহরের ভেতর অবস্থিত দেশটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল।

মোনাকো
মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। পর্যটননির্ভর দেশটির আয়তন ৫১২ একর। ইউরোপীয় দেশটি পর্যটকদের একটি বিলাসবহুল গন্তব্য। নয়নাভিরাম সৈকত ও শ্বাসরুদ্ধকর স্থাপত্য ছোট দেশটিকে জনপ্রিয় করে তুলেছে। প্রতিবছর মে মাসের শেষ দিকে সেখানে ফর্মুলা ১ রেস হয়।

নাউরু
প্রশান্ত মহাসাগরে অবস্থিত নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। প্রত্যন্ত এই দ্বীপ রাষ্ট্রটির ভূমি মাত্র ৫ হাজার ১৮৪ একর। সময়ের পরিক্রমায় জার্মানি, জাপান দেশটিতে উপনিবেশ স্থাপন করেছিল। অবশেষে ১৯৬৮ সালে নাউরু স্বাধীনতা লাভ করে। বর্তমানে দেশটি অস্ট্রেলিয়ার সাহায্যের ওপর অনেকটা নির্ভরশীল।

টুভালু
প্রায় ১০ বর্গমাইল আয়তনের টুভালু বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি বেশ কয়েকটি প্রবাল প্রাচীর ও দ্বীপের সমন্বয়ে গঠিত। টুভালু ১৯৭৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।

৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সান মারিনো
এই তালিকার বৃহত্তম দেশ সান মারিনো, আয়তন সাড়ে ২৩ বর্গমাইল। ভ্যাটিকান সিটির মতোই ইতালির ভেতরে দেশটির অবস্থান। ১৮৬২ সালে চুক্তির মাধ্যমে দেশটিকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় ইতালি। সান মারিনোর স্থাপত্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।