স্পোর্টস ডেস্ক : একই দিনে নিজেদের ঘরের মাঠেই হারল এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান। মোহালিতে ভারত ২০৮ রানের পাহাড় গড়েও হার এড়াতে পারেনি। ব্যাটিং তাণ্ডব চালিয়ে নির্ধারিত ওভারের ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
ভারতের মতো একই অবস্থা পাকিস্তান ক্রিকেট দলের। করাচির জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৯.৩ ওভারে ৮৫ রান করে পাকিস্তান।
এরপর ৭২ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৭ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২০ ওভারে ১৫৮ রানে ইনিংস গুটায় স্বাগতিকরা।
টার্গেট তাড়া করতে নেমে ওপেনার অ্যালেক্স হেলসের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইংল্যান্ড। দলের জয়ে ৪০ বলে ৫৩ রান করেন অ্যালেক্স হেলস। ২৫ বলে ৪২ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হ্যারি ব্রুক।
এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।