আন্তর্জাতিক ডেস্ক : এক ব্লুফিন টুনা মাছের দাম আট লাখ ডলার যা বাংলাদেশের মুদ্রায় ৮ কোটি ৮০ লাখ টাকা! অবিশ্বাস্য মনে হলেও শুক্রবার (৫ জানুয়ারি) এমন দামেই একটি মাছ বিক্রির ঘটনা ঘটেছে জাপানে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, নতুন বছর উপলক্ষে আয়োজিত নিলামে একটি নীল পাখনাওয়ালা টুনার এই মূল্য উঠেছে। টোকিওর সবচেয়ে বড় মাছের বাজার করে এ বার্ষিক আয়োজন।
বাজারে বিশাল বিশাল আকারের মাছ নিলামে তোলেন ব্যবসায়ীরা। আট লাখ ডলারে বিক্রি হওয়া টুনার ওজন ২৩৮ কেজি। যা গেল দুই দশকের মধ্যে নিলামে ওঠা সর্বোচ্চ ওজনের মাছ। আট লাখ ডলার বা ১১৪ মিলিয়ন ইয়েন যা বাংলাদেশের মুদ্রায় ৮ কোটি ৮০ লাখ টাকা দিয়ে মাছটি কিনেছে টোকিও’র একটি অভিজাত সুশি রেস্টুরেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।