জুমবাংলা ডেস্ক : বরিশালের গৌরনদীতে বেসরকারি একটি হাসপাতালে বর্ষা বেগম (২৩) নামে এক প্রসূতি মা একসঙ্গে তিনটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে ওই প্রসূতি মা তিন নবজাতকের জন্ম দেন।
বর্ষা বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীরহাট গ্রামের দিনমজুর পলাশ মোল্লার স্ত্রী।
বেসরকারি সুইস হাসপাতাল বাটাজোর শাখার ব্যবস্থাপক মো. শামীম মীর বলেন, অন্তঃসত্ত্বা গৃহবধূ বর্ষা বেগমের প্রসব বেদনা শুরু হলে স্বজনরা শুক্রবার বিকালে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসনে। এরপর ওই প্রসূতি মাকে পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. শিউলী সমাজপতির অধীনে তাকে (বর্ষা) ভর্তি করা হয়। ডা. শিউলী সমাজপতি ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিজারিয়ান অপারেশন করলে একসঙ্গে তিনটি পুত্রসন্তানের জন্ম হয়।
এর মধ্যে নবজাতক এক পুত্রসন্তান অসুস্থ হয়ে পড়লে তাকে ওই রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে পাঠানো হয়। নবজাতক তিন পুত্রসন্তানের মধ্যে ২ নবজাতক ও প্রসূতি মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক শিউলী সমাজপতি।
প্রসূতি বর্ষা বেগম বলেন, আল্লাহর রহমতে আমি একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিতে পেরে খুব খুশি লাগছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।