Advertisement
জুমবাংলা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৫৯ দিন বিরতির পর রবিবার বিকালে শুরু হয়েছে। খবর ইউএনবি’র।
বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে বিকাল ৪টায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটি অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়ার জন্য বৈঠকে বসে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ২১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
একাদশ সংসদের তৃতীয় অধিবেশন (বাজেট) সমাপ্ত হয় ১১ জুলাই। এ অধিবেশনের ২১ কর্মদিবসে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট, ২০১৮-১৯ সালের সম্পূরক বাজেট এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৯-সহ সাতটি বিল পাস করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।