জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। সম্প্রতি নগরীর নিউমার্কেটের পাশে অবস্থিত ইলিশ মাছের আড়ত থেকে মাছটি কিনেন স্থানীয় এক ক্রেতা। তবে তিনি নিজের পরিচয় গোপন রাখেন। আড়তের একতা মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী মেরাজ হোসেন বাবু ওই দামে ইলিশটি বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইলিশটির ওজন ছিল ২ কেজি ৫১৬ গ্রাম। রাজশাহীর ইলিশ বাজারে সাধারণত এত বড় ওজনের ইলিশ আসে না। তবে হঠাৎ এত বড় ইলিশ দেখে বিক্রি না করে আড়তে সাজিয়ে রাখি। অনেকের নজর কাড়ে ইলিশটি। কিনতেও চায় অনেকে। তবে স্থানীয় এক ক্রেতার পিড়াপিড়িতে ৮ হাজার টাকায় বিক্রি করেছি।’
নিউ মার্কেটের এ মোকামে গড়ে ৫০ থেকে ৬০ মণ ইলিশ আসে। এরপর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকের (নিলামের) মাধ্যমে আড়তদার বা মাছ ব্যবসায়ীরা বরফ দেওয়া সেই ইলিশ কিনে নেন। যার ভাগ্যে যে বস্তা পড়ে সে সেই বস্তা ভর্তি ইলিশ দোকানে বা আড়তে নিয়ে যান।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।