আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামি কেকের তালিকায় একাধিকবার নাম এসেছে বিখ্যাত ব্রিটিশ কেক নকশাকার ডেবি উইংহ্যামের। ৩৯ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিকের নকশা করা একটি কেকের দাম হয়েছিল ৭ কোটি ৫০ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৩০ কোটি টাকা। এই কেকটির নামকরণ করা হয়েছিল ‘রানওয়ে কেক’। আর বলা হচ্ছে এটি ছিল সবচেয়ে দামি কেক।
সবচেয়ে দামি এই কেকটা দেখতেও বেশ অন্যরকম। বিয়ের পোশাক পরা এক আরব্য কনে। নাম আরবিতে ‘লুলওয়া’, অর্থাৎ মুক্তা। লুলওয়া লম্বায় ৬ ফুট আর ওজন ১২০ কেজি। কেক-বউকে সাজানোর জন্য নিপুণ হাতে এক হাজার মুক্তা আর দুই হাজার ক্ষুদ্রাকৃতির সাদা ফুল তৈরি করেছিলেন ডেবি।
এই আরব্য কনেকে সাজাতে সত্যিকারের পাঁচটি দুই ক্যারেটের স্বচ্ছ হিরাও ব্যবহার করেছিলেন তিনি। যার একেকটির বাজার দাম ২০০ ডলার। ডেবি এই কেকটি তৈরি করতে মোট ১ হাজার ডিম, ২৫ কেজি চকলেট ও অন্যান্য উপাদান ব্যবহার করেছিল। আর এই কেকটি তৈরি করে সাজাতেই লেগেছিল পুরো ১০ দিন।
ডেবির তৈরি এই ‘মাস্টারপিস’ কেকটি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত ‘ব্রাইড শো’ এর প্রধান আকর্ষণ ছিল। তবে পরে কেকটি কেউ কিনেছিল কিনা তা জানা যায়নি।
নকশাকার ডেবি উইংহ্যাম নিজেকে শুধু কেক আর জুতার নকশাকার পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। দামি পোশাকের জন্যও বিশ্বব্যাপী বিত্তবানদের কাছ থেকে খ্যাতি অর্জন করেছেন। তিনি বিশ্বের সবচেয়ে দামি আর ঝলমলে ক্রিসমাস ট্রি তৈরি করে চমক দেখিয়েছিলেন।
১৩ বছর বয়স থেকেই নকশা করতে শুরু করেন ডেবি উইংহ্যাম। অনেকটা শখের বশেই প্রথম নকশার কাজ শুরু করেছিলেন তিনি। যখন তিনি সবার কাছে প্রশংসিত হতে শুরু করেন তখন তিনি এটিকে নেশা ও পেশা হিসেবে নিয়ে নেন। ব্যক্তিগত জীবনে ডেবি উইংহ্যাম বিবাহিত এবং তিন সন্তানের মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


