এক নজরে দেখে নিন সিপিএলে সাকিবের দলের সূচি

সাকিব

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে নিজের প্রথম ম্যাচে আমাজন ওয়ারিয়র্সের হয়ে সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে রাতে মাঠে নামছেন সাকিব আল হাসান। সেন্ট লুসিয়ায় বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এশিয়া কাপে ব্যর্থ মিশন শেষে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সাকিব। ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল যখন মিরপুরে ক্যাম্প করবে, তখন টাইগারদের দলপতি প্রস্তুতি সারবেন সিপিএলে। দল থেকে দূরে থাকলেও লাল সবুজের প্রতিনিধিদের পরিকল্পনার বাইরে থাকবেন না তিনি। দলকে প্রস্তুত করতে টিম ম্যানেজেমেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন নিয়মিত।

এর আগে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে প্রস্তুতি সেরেছিলেন সাকিব। সেবারের বিশ্বকাপে টাইগার অলরাউন্ডার থেকে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স উপহার পেয়েছিল সমর্থকরা। এবার অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সাকিব সারবেন ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে।
সাকিব
সিপিএলে তার দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সের অবস্থা অবশ্য খুব একটা ভালো নয়। দুই ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি দলটি। অবস্থান করছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমতি না পাওয়ায় সাকিব অংগ্রহণ করতে পারেননি ফ্র্যাঞ্চাইজি লিগটির গত আসরে। সিপিএলে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৫৪ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৯ উইকেট।

সিপিএলে সাকিবের দলের সূচি

৮ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস

১০ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস

১৪ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স
১৮ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম বার্বাডোজ রয়্যালস

২১ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম জ্যামাইকা তালাওয়াশ

২২ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস

২৪ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স

২৫ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম বার্বাডোজ রয়্যালস

হাসনাইনকে তখন বলেছিলাম তোমার ব্যাটটা দাও, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দাও