স্পোর্টস ডেস্ক : গত সেপ্টেম্বরে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়ে হাজার গোলে পৌঁছানোর প্রত্যয় ঝরেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর মুখে। বয়সের দিকে তাকিয়ে দুমাস পরই তার কণ্ঠে মিলল বাস্তবতার সুর।
আগামী ফেব্রুয়ারিতে ৪০-এ পা দেবেন পর্তুগিজ মহাতারকা। পেশাদার ফুটবলে এপর্যন্ত ৯০৮ গোল করেছেন রোনালদো। ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে এখনও প্রয়োজন ৯২ গোল।
রোনালদোর সম্মানে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) আয়োজনে জমকালো এক পুরস্কার অনুষ্ঠানে আল নাসের মহাতারকা বলেছেন, ‘আমি এখন জীবনের এমন এক মুহূর্তে বেঁচে আছি যেখানে আর দীর্ঘমেয়াদী কিছু ভাবতে পারি না।’
‘আমি প্রকাশ্যেই বলেছিলাম, এক হাজারের লক্ষ্যে পৌঁছতে চাওয়ার ব্যাপারটি। এখনও মনে হচ্ছে এটাই আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু এই মুহূর্তে, আমি বর্তমানকে উপভোগ করতে চাই।’
‘হ্যাঁ, বলেছিলাম এক হাজার গোল করতে চাই, কিন্তু সবেমাত্র ৯০০তে পৌঁছেছি। সমর্থকদের আশা হাজারেও যেন পৌঁছাই। যদি এমনকিছু ঘটে সেটা হবে দারুণ। তবে সেটা যদি নাও হয়, আমি এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়। তাই সবকিছু ঠিক আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।