জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ধূমপানমুক্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করুক এমন প্রত্যশার কথা জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে ট্রেনে ধূমপানের পরিমাণ কমে যাবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রেল ভবনের সভাকক্ষে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে সম্মাননা পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ট্রেনকে ধূমপান মুক্ত করতে প্রকল্প নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, রেলে বিপুল পরিমাণ যাত্রী যাতায়াত করে। ভ্রমণের সময় ধূমপান করা হলে জনগণের মধ্যে ক্ষতির প্রভাবটা বৃদ্ধি পাবে। তাই ট্রেনকে ধূমপান মুক্ত রাখা জরুরি।
সচেতন মানুষের মধ্যে ধূমপানের পরিমাণ কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন ধূমপানে ঝুঁকে পড়ছে শিক্ষিত লেখাপড়া জানা যুবকরা। তাদের সচেতন করা জরুরি।
মন্ত্রী বলেন, ধূমপানের ক্ষতিকারক প্রভাব প্রচার করে সবাইকে সচেতন করা গেলে মানুষ অনেক জটিল রোগ থেকে বেঁচে যাবে, বিশেষ করে ক্যানসার যক্ষাসহ বিভিন্ন রোগ কমবে। বাংলাদেশ ধূমপানমুক্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করুক এমন প্রত্যাশার কথাও জানান নতুন এই রেলমন্ত্রী।
উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।