স্পোর্টস ডেস্ক: একরাশ অমিত সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাব হয়েছিল সাব্বির রহমানের। বড় হিটারের অভাবের মাঝে সাব্বিরের পাওয়ার হিটিং নিয়ে সবাই স্বপ্ন দেখত। কিন্তু বেপরোয়া জীবন যাপনের কারণে বারবার বিতর্ক তৈরি করে তিনি ট্র্যাক থেকে ছিটকে পড়েন। ‘বিগ হিটার’ সাব্বিরের নাম হয়ে যায় ‘ব্যাড বয়’। একসময় ঘরোয়া লিগেও সুযোগ না পাওয়া সাব্বির পাড়ায় পাড়ায় ‘খ্যাপ’ খেলে বেড়াতেন। এবার তিনি খেলতে যাচ্ছেন বিপিএল।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন সাব্বির। এর আগে টিভি চ্যানেল টি স্পোর্টসকে সাব্বির তাকে ‘ব্যাড বয়’ বলার প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘ব্যাড বয় বলে কোনো কথা আসলে নাই। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এই কথাটা আমার সঙ্গে আসলেই আর যায় না। আমি এখন একজন বিবাহিত মানুষ। আমার পরিবার আছে, পরিবারের সদস্যরা আছেন। আশা করি এটি যেন আর কখনও বলা না হয়। একটু ভালো কিছু বলেন।’
বিতর্কিত কর্মকাণ্ড করে জাতীয় দল থেকে বহুদূরে চলে গেছেন সাব্বির। নিজেকে প্রমাণ করারও মঞ্চ পাচ্ছিলেন না। এবারের বিপিএলে তেমনই কিছু একটা করে দেখাতে চান এই তরুণ, ‘সবসময় চেষ্টা করি শতভাগ দেওয়ার জন্য। এমনকি টেনিস বলে খেললেও নিজের পুরোটা দেওয়ার চেষ্টা থাকে। সে কারণেই হয়তো সবাই আমাকে ভালোবাসে, সমর্থন করে। তাদেরকে ধন্যবাদ। আশা করি যেসব বিষয় নিয়ে কাজ করেছি, সেগুলো বিপিএলে প্রয়োগ করে আবার জাতীয় দলে ফিরতে পারব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।