স্পোর্টস ডেস্ক: রাত পোহালেই উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা। প্রথম টেস্টে হারের স্মৃতি এখনও খুঁজছে টাইগার ভক্তরা। সেই কারণে ক্রিকেট বোর্ডের কর্তাকে কাছে পেয়ে টেস্ট হারের কারণ জানতে চাইলেন গণমাধ্যম কর্মীরা।
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে তিনি বললেন, প্রতিপক্ষ ভালো খেলেছে কিন্তু এতগুলো সুযোগ মিস করলে যে ম্যাচ জেতা যায় না সেটা নিশ্চয়ই বুঝেছে বাংলাদেশ দলের ছেলেরা। এসময় তিনি আরও বলেন আশা করছি সামনের ম্যাচে ভুল শুধরে নিজেদের আসল ক্রিকেটটা খেলতে পারবে বাংলাদেশ। সেই সাথে এই বছরেই টেস্টে আরও উন্নতি করবে বাংলাদেশ এমটাই বিশ্বাস করেন বোর্ড প্রেসিডেন্ট। তিনি বলেন, সামনে একটা ট্রাইনেশন সিরিজ খেলার চিন্তাও করছে টাইগাররা।
সেই সাথে নাজমুল হাসান বলেন, এক ম্যাচের রেজাল্ট দেখে আসলে তেমন কোন মন্তব্য করা উচিত না। তিনি বলেন আমা করছি দ্বিতীয় টেস্টে নিশ্চয়ই বাংলাদেশ আরও ভালো খেলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


