আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসে ভারতে পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইনের সমালোচনা করেছেন দেশটির সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
এসকইসঙ্গে তিনি দেশটির জাতীয় নাগরিকপঞ্জিকে (এনআরসি) গরীব, সংখ্যালঘু ও মুসলিমবিরোধী বলেও মন্তব্য করেছেন।
গতকাল রোববার লখনৌতে এক বৈঠকে যাদব বলেন, ‘এনআরসি কিংবা এনপিআর আদতে গরিব, সংখ্যালঘু এবং মুসলিমবিরোধী। আমরা আসলে কী চাই? এনআরসি না কর্মসংস্থান? ভারতের জনসংখ্যা তালিকা (এনপিআর) সংক্রান্ত কোনো ফরমও আমি পূরণ করব না।’
‘প্রয়োজনে আমিই প্রথম সেই ব্যক্তি হবো, যে এনপিআর সংক্রান্ত কোনো ফর্ম পূরণ করব না। কিন্তু প্রশ্ন হলো আপনারা আমাকে সমর্থন করবেন, কি করবেন না?’
উত্তর প্রদেশে নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলন দমাতে পুলিশের ভূমিকার সমালোচনা করে অখিলেশ বলেন, আপনারা যারা প্রতিবাদীদের ওপর লাঠিচার্জ করছেন, মনে রাখবেন আপনাদের মা-বাবাদেরও কাগজপত্র চাওয়া হবে।
জানা গেছে, ২৪ ডিসেম্বর এনপিআর প্রক্রিয়ায় গতি আনতে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। তবে এনপিআর তালিকা থেকে বাদ পড়েছে আসামের নাম। এই রাজ্যে এরই মধ্যে এনআরসি চালু হয়েছে এবং ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.