জুমবাংলা ডেস্ক : জাতীয় নাগরিকপঞ্জিকে (এনআরসি) ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (১৮ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বেইজিং ঘোষণার ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘বেইজিং + ২৫ পর্যালোচনা: নাগরিক সমাজের সম্পৃক্তি’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জাতীয় নাগরিকপঞ্জি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি বাংলাদেশকে কোনোভাবে প্রভাবিত করবে না। তবে বাংলাদেশ চায় ভারতের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। কারণ ‘গ্লোবাল ভিলেজে’র সময়ে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা দেখা দিলে যেমন বিশ্বজুড়েই প্রভাব পড়ে, তেমনি প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতে আইন-শৃঙ্খলার ক্ষেত্রে কোনো বিঘ্ন হলে আশপাশের রাষ্ট্রগুলোতেও তার প্রভাব পড়তে পারে। এ কারণেই বাংলাদেশ চায় ভারতে শান্তি ও স্থিতিশীলতা থাকুক, আইন-শৃঙ্খলা ভালো থাকুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


