জুমবাংলা ডেস্ক: এন-৯৫ মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ক্রয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খবর ইউএনবি’র।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বুধবার ইউএনবিকে বলেন, এন-৯৫ মাস্কসহ পিপিই ক্রয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তদন্ত কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২৪ এপ্রিল কয়েকটি সরকারি হাসপাতালে নিম্নমানের এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান সিএমএসডিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। অভিযোগ পর্যালোচনা শেষে এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের উত্তরের পর মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করে।
মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।