জুমবাংলা ডেস্ক : বিএনপিকে মানবিক সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১১ মার্চ) সকালে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে, দলের এক যৌথসভায় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সবধরনের প্রস্তুতি রয়েছে। এপ্রিল পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ এবং সেমিনার বন্ধ থাকবে। ঘরোয়া কর্মসূচিতে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।
জুন মাসের মধ্যে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগকে কেন্দ্রীয় সম্মেলন শেষ করারও নির্দেশ দেন, ওবায়দুল কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


