জুমবাংলা ডেস্ক: কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৪৩ দিন। এবারের আসরটিই হতে যাচ্ছে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিজেই শ্চিত করেন লিওনেল মেসি।
মেসির এই সাক্ষাৎকার প্রকাশের দিনই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আরও একটি চমক দিয়েছে তাদের সমর্থকদের। কাতারে মেসিরা যাবেন ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে। বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। তাই সবার বিশ্বাস কাতারে শিরোপা উঁচু করে ধরবেন লিওনেল মেসি।
শিরোপা খরা কাটাতে কাতার যেতে হলে কোন বিমানে যাবেন এ নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। তাই সেই আগ্রহ থেকেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সেই বিমানকে ভক্তদের সামনে প্রদর্শণ করেছে।
এয়ার বাস এ৩৩০-২০০ মডেলের বিমানের করেই কাতার বিশ্বকাপে খেলতে যাবেন মেসিরা। বিমানটি আর্জেন্টিনার জার্সির আদলে সাজানো হয়েছে। বিমানে লিওনেল মেসিদের ছবি আঁকা রয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগোও রয়েছে বিমানটিতে।
এ ব্যাপারে বিমানটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যারোলিনিয়াস আর্জেন্টিনার প্রধান পাবলো সেরিয়ানি বলেন, বিশ্বকাপ শুধু কাতার নয়, সারা বিশ্বে অ্যারোলিনিয়াস আর্জেন্টিনা ব্র্যান্ডকে নিয়ে যাওয়ার একটি চমৎকার সুযোগ। এইভাবে আমরা একটি কোম্পানি হিসাবে ক্রমবর্ধমান এবং নতুন বাজারের দরজা খোলার জন্য দৃশ্যমানতা অর্জন করছি। আগামীকাল থেকে এই বিমানটি আমাদের সমস্ত আন্তর্জাতিক গন্তব্যের আকাশে ভ্রমণ করবে। এটি নিঃসন্দেহে আমাদের পরিচালনার একটি প্রধান বিজ্ঞাপনী ক্রিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।