আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি (৭৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সংক্রান্ত ভুয়া মামলার ব্যাপারে দৌড়ঝাঁপ করছিলেন রুডি জুলিয়ানি। এক টুইট বার্তায় তার দ্রুত সুস্থতা কামনা করছেন ট্রাম্প।
গতকাল ৬ ডিসেম্বর বিকেলে ট্রাম্প টুইট করে জুলিয়ানির সংক্রমিত হওয়ার কথা জানান। তার কয়েক ঘণ্টা আগে রুডি জুলিয়ানি ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন।
রুডি জুলিয়ানি বলেন, মিশিগান, উইসকনসিন, জর্জিয়া ও পেনসিলভানিয়া রাজ্যের আইনসভাকে এগিয়ে আসতে হবে। সংবিধান রাজ্য আইনসভাকে ক্ষমতা দিয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, দুর্নীতি ও কারচুপির ভোটকে পাশ কাটিয়ে ইলেক্টরাল ভোটের ব্যাপারে রাজ্য আইনসভার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে। যে কোনো রাজ্যে এ ধরনের পরিস্থিতির সূচনা হলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি সে দেশের সুপ্রিম কোর্টে উঠবে এবং সে ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্দেশনা দিতে পারবে বলে মনে করেন রুডি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।