জুমবাংলা ডেস্ক : বর্তমান সময়ে এক শ্রেণির মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আযহারী। তবে বিভিন্ন কারণে সমালোচিতও হয়েছেন আযহারী।
সম্প্রতি দেশের নানা স্থানে তাঁর ওয়াজ মাহফিল বন্ধ ঘোষণা করা হয়েছে, কোথাও বা আবার তিনি প্রতিরোধের মুখে পড়েছেন। এবার আযহারীর মাহফিল নিষিদ্ধের দাবি উঠল নারায়ণগঞ্জে। এর আগে, চাঁদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে আযহারীর মাহফিল।
নারায়ণগঞ্জের বন্দরে মাওলানা মিজানুর রহমান আজহারীর আগমন ঠেকাতে ও ওয়াজ মাহফিল নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বন্দর এলাকাবাসীর পক্ষে মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ আল কাদরী স্মারকলিপি পেশ করেন। স্বাধীনতাবিরোধী সাঈদীর পক্ষে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় এবং ইসলামী বিষয়াবলীর অপব্যাখ্যা প্রদান করায় মিজানুর রহমান আজহারীকে বন্দরে আগমনের নিষিদ্ধের দাবি জানিয়ে বন্দর থানাসহ প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


