আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন বাতিলে যখন উত্তাল ভারত, বিক্ষোভকারীদের ঠেকাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা রক্ষী কর্মীরা তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাচের দৃশ্য।
ভিডিওটি নিজেদের ফেসবুক পেজে আপলোড করে ভারতের সংবাদ সংস্থা এএনআই।
আর এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, মাথায় ঐতিহ্যবাহী লাল পাগড়ি বেঁধে, ঢোল পিটিয়ে আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে নাচে মগ্ন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অনুষ্ঠান যে তিনি বেশ উপভোগ করছেন তা তার অঙ্গভঙ্গি ও হাস্যজ্জ্বল মুখ দেখেই নিশ্চিত হয়েছেন নেটিজেনরা।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং দলের শীর্ষস্থানীয় নেতাদের দেখা গেছে রাহুল গান্ধীর সঙ্গে।
এএনআই জানিয়েছে, ভারতের ছত্তিশগড়ের রায়পুরে জাতীয় নৃতাত্ত্বিক গোষ্ঠী নৃত্য উৎসবের আয়োজন করে। আর সেই অনুষ্ঠানের উদ্বোধন করে ওই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তাদের ঐতিহ্যবাহী নাচে অংশ নেন রাহুল।
এ নিয়ে টুইটও করেছেন রাহুল। তিনি লেখেন, এই অনন্য উত্সব ভারতের সমৃদ্ধ আদিবাসী সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন এবং সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভারতের ২৫টি রাজ্য এবং ছয়টি দেশ থেকে মোট ১৩৫০ জনের বেশি মানুষ তিন দিনের এই নৃত্য উৎসবে অংশ নেবেন। এ অনুষ্ঠানে জড়ো হবে ২৯ উপজাতি দল। তারা চারটি নৃত্যের ৪৩ টিরও বেশি শৈলী উপস্থাপনা করবেন।
এই উৎসবে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীও অংশ নেবেন বলে জানা গেছে।
রাহুল গান্ধীর সেই নাচের দৃশ্য দেখুন – (এবিপি আনন্দের সৌজন্যে)
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.