এবার ফ্রান্সের বারে মেসির জার্সি পাপোশ হিসেবে ব্যবহার!

মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শেষ হয়ে গেলেও টুর্নামেন্টটি ঘিরে উত্তাপ কমছেই না। বিশ্বকাপ জয়ের পর বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার জন্ম দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার ফ্রান্সে মেসির ক্লাব জার্সির অবমাননা করল একটি পানশালা (বার) কর্তৃপক্ষ।

ফ্রান্সের টানা বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে ৩৬ বছরের আক্ষেপ মিটিয়েছে আর্জেন্টিনা। ফাইনালসেরার পাশাপাশি আসরজুড়ে দ্যুতি ছড়িয়ে গোল্ডেন বলও জিতে নিয়েছেন মেসি। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ শিরোপায় রাঙিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। এর মধ্যেই মিলল এক অস্বস্তিকর খবর।
মেসি
প্যারিসের ক্লাব পিএসজির হয়ে খেলে থাকেন মেসি। ফাইনালে মেসির দেশের কাছে হার মেনে নিতে পারেননি অনেক ফরাসি সমর্থক। ফ্রান্সের একটি পানশালায় মেসির পিএসজি জার্সির অবমাননা করা হয়েছে বলে ‘বার্সা কপিকর্ন’ নামের একটি টুইটার হ্যান্ডলের টুইট শেয়ার করে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

প্যারিসের একটি পানশালায় লাগানো একটি বোর্ড। ফরাসি ভাষায় লেখাটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘প্রবেশের আগে নিজের পা মুছে আসুন। আর তার নিচে রাখা মেসির পিএসজির ৩০ নম্বর জার্সি। দেখলে কারোরই বুঝতে অসুবিধা হবে না, মেসির জার্সিকে পাপোশ হিসেবে ব্যবহার করা হয়েছে সেই পানশালায়।


এদিকে, কিংবদন্তি এ ফুটবলারের সঙ্গে ঘৃণ্য এ ঘটনার নিন্দা জানিয়েছেন অনেকে। বিশেষ করে মেসি যেখানে প্য়ারিসের হয়ে খেলেন, সেখানে তার ক্লাব জার্সির অপমান অনেকেই মেনে নিতে পারেননি।

বিশ্বকাপের ফাইনালের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছিলেন, ফ্রান্সের অনেক সমর্থক চান মেসির হাতে উঠুক বিশ্বকাপ। আর তাই অনেক সমর্থকই এমন ঘটনায় ব্যথিত হয়েছেন।

এর আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে বেশ সমালোচিত হন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ড্রেসিংরুমের পর এমবাপ্পেকে নিয়ে ঠাট্টা করেছেন বুয়েনস আইরেসে ছাদখোলা বাসে ট্রফি উদ্‌যাপনের সময়ও।

মৃত্যুর আগে শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন বাবা; ১৪ বছর পর পূরণ করলেন দিবালা