আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার তাদের ব্লকে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। ভেনিজুয়েলা কারাকাসে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতকে বহিষ্কার করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে তারা এমন ঘোষণা দিল। খবর এএফপি’র।
ভেনিজুয়েলা ইউরোপীয় রাষ্ট্রদূতকে তাদের দেশ ছাড়তে নির্দেশ দেয়ার পর এ ব্লকের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো ইইউ’র বৈদেশিক নীতিমালা বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাবিত কারাকাসের রাষ্ট্রদূতকে বহিষ্কারের পদক্ষেপের প্রতি সম্মতি জানিয়েছে।
এতে আরো বলা হয়, ভেনিজুয়েলা থেকে ইউরোপীয় প্রতিনিধি প্রধানকে বহিস্কারের ঘোষণার সিদ্ধান্তের জবাবে এ পদক্ষেপ নেয়া হলো।
‘গণতন্ত্রের ক্ষতিসাধনের’ অভিযোগে ভেনিজুয়েলার ১৯ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা সম্মত হওয়ার দু’দিন পর দেশটিতে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত ইজাবেল ব্রিলহান্ত পেদ্রোসাকে বহিষ্কারের ঘোষণা দেন ভেনিজুয়েলার পরবরিাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা।
এ দূতকে দেশ ছাড়তে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এরফলে এ ব্লকে নতুন করে উত্তেজনার সৃষ্টি হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।