স্পোর্টস ডেস্ক: শুরুতেই তাসকিনের ছোবল। নিজের দ্বিতীয় ওভারে ফের ছোবল। তিন ওভারেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে।
দলকে সেই বিপাকমুক্ত করতে পারেননি জিম্বাবুয়ের এ সময়ের সেরা ব্যাটার সিকান্দার রাজা।
তিনি ফিরলেন পেসার মোস্তাফিজুর রহমানের বলে।
পাওয়ার প্লের আগেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা জিম্বাবুয়ে।
নিজের প্রথম ওভারে আক্রমণে এসেই জোড়া আঘাত হানলেন মোস্তাফিজ। প্রথম উইকেট পেতে অবশ্য সাকিবের অবদানটাই বেশি।
৬ষ্ঠ ওভারে মোস্তাফিজের দ্বিতীয় ডেলিভারিতে সুম্বা ব্যাট চালালে তা মিডঅফে উড়ে যায়। অনেকটা দূর থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন সাকিব।
মিল্টন সুম্বা ফিরলেন ১৩ বলে ৮ রান করে। ওভারের ৫ম ডেলিভারিতে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সিকান্দার রাজা।
এর আগে প্রথম ওভারের দ্বিতীয় বলে কাভার দিয়ে তাসকিনকে চার মারেন মাধেভেরে। পরের বলটি অফ সাইডে ওড়াতে চেয়েছিলেন ব্যাটসম্যান। কিন্তু টাইমিংয়ে গড়বড় করে ধরা পড়েন থার্ডম্যানে মুস্তাফিজুর রহমানের হাতে।
৩ বলে ১ চারে ৪ রান করে বিদায় নিলেন মাধেভেরে।
নিজের দ্বিতীয় ওভারে এসে বাউন্ডারি হজম করেন তাসকিন। পরের বলটি ছিল শরীর থেকে অনেক দূরে, ওয়াইড লাইনের কাছে। জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে দেন আরভিন। বল ব্যাটের কানা নিয়ে জমা পড়েন নুরুল হাসান সোহানের গ্লাভসে।
২ চারে ৭ বলে ৮ চার করে ফিরলেন আরভিন।
খেলার এই পর্যায়ে জিম্বাবুয়ের রান ১৪.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯১ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।