স্পোর্টস ডেস্ক : ওপেনিংয়ে শচীন টেন্ডুলকার ঝড় তুললেন। পরে যুবরাজ সিংয়ের ইনিংসে ৬ ছক্কা। ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজে তাঁদের দাপটে ২০৪ রান তোলে ভারতীয় লেজেন্ড দল। ১৪৮ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা লেজেন্ড দলের ইনিংস। ভারত জয় পায় ৫৬ রানে।
শনিবারের ম্যাচে ৩৭ বলে ৬০ রান করেন শচীন। ৯টি ৪ এবং ১টি ছয় মারেন ‘মাস্টার ব্লাস্টার’। বড় ভিত গড়ে দেন তিনিই। অবসরের পর কেটে গিয়েছে ৭ বছর। এখনো ব্যাটিং করার সময় শচীনের শট নির্বাচন এবং সময়জ্ঞান অবাক করছে সকলকে।
শচীন ফিরলেও রানের গতিতে ছেদ পড়তে দেননি এস বদ্রিনাথ এবং যুবরাজ। ৩৪ বলে ৪২ রান করেন বদ্রিনাথ। ঝড় তোলেন যুবরাজ। ২২ বলে ৫২ রান করেন তিনি। এক ওভারে পরপর ৪টি ছয় মারেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। ইনিংসে ৬টি ছয় এবং ২টি চার মারেন যুবরাজ। বল হাতে ২টি উইকেটও নেন তিনি। ম্যাচের সেরাও বেছে নেওয়া হয় ভারতের সাবেক এই অলরাউন্ডারকে।
দক্ষিণ আফ্রিকা লেজেন্ড দলের অধিনায়ক জন্টি রোডস করেন ২২ রান। ২ ওপেনার আন্ড্রু পুটিক এবং মর্নি ভ্যান উইক রান পেলেও বাকিরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। বল হাতে মাখায়া এনতিনি ৪ ওভারে ৩৫ রান দিলেও কোনো উইকেট পাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।