জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে শিক্ষার্থীসহ তিনজনকে গুলি করে হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আদমেদ পলকে ১২ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে তাকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন মামলায় উনিশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তিন মামলায় চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির।
তিনি জানান, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে নারায়ণগঞ্জ সদর এলাকায় আবুল হাসনাত স্বজন এবং সিদ্ধিরগঞ্জে শরিফ ও হাফেজ সোলায়মান নামে তিনজনকে গুলি করে হত্যা করা হয়। এ তিন ঘটনায় পরিবারের দায়ের করা তিনটি হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে আসামি করা হয়।
রিমান্ড শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবীর অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন খান অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ তৎকালীন মন্ত্রিপরিষদের এক সভায় ছাত্রলীগ ও যুবলীগকে আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ দেয়া হয়। সেই অনুযায়ী নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়।
এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার কথা জুনাইদ আহমেদ পলক আদালতে স্বীকার করেছেন বলেও জানান বাদীপক্ষের এই আইনজীবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।