স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তিন ফরম্যাট মিলে আগের ১৯ ম্যাচ হেরেছিল টাইগাররা। এবার ২০তম ম্যাচে প্রোটিয়াদেরকে তাদেরই মাঠে ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের দল।
চলতি বছর আরও একটি প্রথমের জন্ম দিয়েছে বাংলাদেশ। গত জানুয়ারিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকেও হারিয়েছিল টাইগাররা। এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
নতুন বছরের শুরুর তিন মাসের দারুণ দুই সাফল্যের পর থেমে থাকতে রাজি নন বাংলাদেশের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আরও বড় স্বপ্ন নিয়ে এগোতে চান সামনের দিকে। বিশেষ করে চলতি বছর হতে যাওয়া এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের ইচ্ছার কথাও জানালেন তিনি।
শনিবার বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় মিরাজ বলেছেন, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে, আমরা জয় অর্জন করতে পারি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।