জুমবাংলা ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী রিয়া মনি (১৪)।
গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে রবিবার রাতে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন।
খবর পেয়ে রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈমাম আল রাজী টুলু ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। রিয়া মনি উপজেলার বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈমাম আল রাজী টুলু সাংবাদিকদের জানান, গুয়াগাছিয়া গ্রামের লিটন সরকারের স্কুল পড়ুয়া মেয়ে রিয়া মনি ও একই উপজেলার বড় ভাটেরচর গ্রামের শাহ জালালের ছেলে রাকিবউদ্দিনের (২০) মধ্যে বিয়ের আয়োজন করে। ছাত্রীর বাড়িতে বিয়ে উপলক্ষে ধুমধাম আয়োজনে বর ও কনে পক্ষের শতাধিক ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়।
খবর পেয়ে তিনি ছাত্রীর বাড়িতে ছুটে যান। তার উপস্থিতি টের পেয়ে ছাত্রীর বাবা লিটন সরকার, বর ও বরের বাবা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় ছাত্রীর মায়ের কাছ থেকে মুচলেকা আদায় করেন ও ছাত্রীর বিয়ের আয়োজন ভেঙে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।