ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র জারি হবে ছাত্রদের নেতৃত্বে

press socib

জুমবাংলা ডেস্ক : আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্রের দলিল চূড়ান্ত হয়ে গেলে সেদিনই সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্র জারির দিনক্ষণ জানা যাবে। ঘোষণাপত্র চূড়ান্ত হয়ে গেলে এ ঘোষণাপত্র কাদের নেতৃত্বে জারি হবে, কী প্রক্রিয়ায় জারি হবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

press socib

আজ ১৪ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা মাফুজ আলম বলেন, ৩ ও ৫ আগস্ট জনগণ যেভাবে ব্যানার ছাড়া, জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, একই রকম ঘটনা আমরা পুনরায় তৈরি করতে চাই। যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, ৫ আগস্ট যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে যেটি আমরা পেয়েছি, ওখানে যদি আমরা বিকেলে ঘোষণাপত্র দিতাম বা এর দুদিন পরে দিতাম, তাহলে যে মোমেন্টটা হতো, সেটাই আমরা ক্রিয়েট করতে চাইছি।

https://inews.zoombangla.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%88%e0%a6%95%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%b9/

উপদেষ্টা আরও বলেন, মূলত সেখানে ছাত্রদের নেতৃত্ব থাকবে কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল অ্যাডভাইজরি কাউন্সিলের অ্যাডভাইজাররাও থাকতে পারেন।