
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনসহ অন্যান্য ইস্যু নিয়ে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক করলেও তাদের বিভ্রান্ত করতে পারবেন না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি নেতারা ভুল তথ্য দিয়ে কূটনীতিকদের বিভ্রান্ত করতে চাইলে রাজনৈতিকভাবে তা প্রতিরোধের সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে।
এর আগে এদিন সকালে রাজধানীর গুলশানে বিএনপি নেতা ড. মঈন খানের বাসায় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপিসহ ঐক্যফ্রন্টের বৈঠক নিয়ে সরকার ও আওয়ামী লীগের আশঙ্কা কিংবা উদ্বেগ কোনোটিই নেই। সামনে সিটি করপোরেশন নির্বাচন। এ জন্য বিএনপি রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক করতে পারে।
কৃষিমন্ত্রী বলেন, কূটনীতিকরা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করেন না। তারা বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ দেখতে চান না। তারা বিনা বিচারে হত্যা ও আইনের লঙ্ঘন হলে সেটাকেও সমর্থন করেন না। তিনি বলেন, কূটনীতিকরা এখন বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।