‘১৭ বছর অপেক্ষার পর স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আরও কত ১৭ বছর অপেক্ষা করতে হতে পারে’-এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (১৬ জুলাই) বিকেলে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জেলা ছাত্রদল আয়োজিত জুলাই-আগস্ট শহিদ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দুলু বলেন, ‘গণতন্ত্র আজ ষড়যন্ত্রের জালে আটকে গেছে। আমাদের সচেতন না হলে এই ষড়যন্ত্র সারা দেশে ডালপালা ছড়িয়ে দিতে পারে।’ তিনি জামায়াত ও এনসিপিকে ইঙ্গিত করে বলেন, ‘মৌচাকে ঢিল ছুঁড়লে কী হয় তা সবাই দেখেছে। সারা বাংলাদেশ জেগে উঠেছে।’
গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, আফতাব আহমেদ ও মুস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।