বারাক ওবামা-ডব্লিউ বুশকে ৩১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় ইরানের আদালতের
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জাতীয় সংসদ ভবন এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মাজারে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কয়েক কোটি ডলার আর্থিক ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছে ইরানের একটি আদালত। ২০১৭ সালের জুনে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএস) ওই হামলায় তিনজন নিহত ছয়জন আহত হন। ক্ষতিগ্রস্ত পরিবারকে এই অর্থ দিতে হবে।
বুধবার ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক ও মানবাধিকার বিষয়ক বিভাগ এ রায় দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তেহরানের বিচার আদালতের ৫৫তম শাখায় ওয়াশিংটনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মামলায় কয়েক দফা শুনানি শেষে আদালত মার্কিন সরকার এবং সে দেশের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি প্রতিষ্ঠানকে ৩১ কোটি ২৯ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যাতে আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে এবং দায়েশের মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যেন সমর্থন না দেয়; সেজন্য এই রায় দেয়া হয়েছে। এতে ওই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নৈতিক, বস্তুগত ও আর্থিক ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলে আশা করা হয়েছে।
আদালত বস্তুগত ক্ষয়ক্ষতির জন্য ৯৯ লাখ ৫০ হাজার ডলার, নৈতিক ক্ষতির জন্য ১০৪ মিলিয়ন ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১৯৯ মিলিয়ন ডলার ধার্য করেছে।
এ মামলায় যুক্তরাষ্ট্র সরকার, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ, আমেরিকার সাবেক কমান্ডার জেনারেল টমি ফ্রাঙ্কস, সিআইএ, মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, অর্থ মন্ত্রণালয়, অস্ত্র নির্মাণ কোম্পানি লকহিড মার্টিন এবং এয়ারলাইন্স গ্রুপকে বিবাদী করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।