ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা খুবই জরুরি। কারণ, দুর্বল বা দীর্ঘদিন একই পাসওয়ার্ড ব্যবহার করলে অনেক সময় প্রতিবেশীরা ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জেনে বা চুরি করে লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এতে ওয়াই-ফাইয়ের গতি কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের নিরাপত্তা সমস্যা হতে পারে। তাই নিয়মিত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন। পাসওয়ার্ড পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক—

ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড পরিবর্তনের জন্য প্রথমে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হয়ে যেকোনো ব্রাউজার চালু করতে হবে। এরপর রাউটারের নিজস্ব আইপি বা ইন্টারনেট প্রটোকল ঠিকানা ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখে এন্টার চাপতে হবে। রাউটারের আইপি সাধারণত ১৯২.১৬৮.০.১ /১৯২.১৬৮.১.১ হয়ে থাকে, যা রাউটারের নিচের দিকে লেখা থাকে। আইপিতে প্রবেশের পর ইউজার নেম ও পাসওয়ার্ড লিখতে হবে। ইউজার নেম ও পাসওয়ার্ডও রাউটারের নিচের দিকে লেখা থাকে, যা সাধারণত admin বা password হয়ে থাকে।

ইউজার নেম ও পাসওয়ার্ড লেখার পর ওয়্যারলেস সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর ওয়্যারলেস সিকিউরিটি অপশনে পছন্দমতো পাসওয়ার্ড লিখলেই ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের জন্য ছোট–বড় অক্ষরের সমন্বয়ে কমপক্ষে ৮ সংখ্যার পাসওয়ার্ড লিখতে হবে।