স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টির ব্যর্থতার মধ্যেও ওয়ানডে ক্রিকেটে ভালো করার আশা ছিল বাংলাদেশের কাছে। কিন্তু সেটিও যেন ফিকে হয়ে আসছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারার পর সেটিই মনে হচ্ছে। একই সঙ্গে র্যাংকিংয়েও অবনমন হয়েছে দরের।
আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে! তাদের টপকে ৮ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে গিয়ে আবারও হারতে হয় তাদের। সিরিজ হারার পর স্বয়ংক্রিয়ভাবেই অবনমনের চিত্র দেখা যায় আইসিসির ওয়েবসাইটে।
যদিও রেটিং পয়েন্ট দুই দলেরই সমান ৮৫। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে। বাংলাদেশের পরে দশ নম্বরে অবস্তান ওয়েস্ট ইন্ডিজ। এই তালিকায় শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৮। ১১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। তিনে থাকা পাকিস্তানের পয়েন্ট ১০৯।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।