ওয়ার্ক পারমিটের তথ্য সংশোধন নিয়ে যা বলল কুয়েত সরকার

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের তথ্য সংশোধন নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। ওয়ার্ক পারমিটের ডাটা যেমন নাম, জন্ম তারিখ বা জাতীয়তা সম্পর্কিত কোনো তথ্য সংশোধন নিষিদ্ধ করেছে দেশটির মানবসম্পদ বিভাগ ‘পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার’। সংশোধন করলে বাতিল হতে পারে ভিসা।

পাসপোর্টের নামে সমস্যা বা জন্ম তারিখের গড়মিলের মতো যেকোনো তথ্য সংশোধন করে সেই অনুযায়ী কুয়েত স্থানীয় প্রশাসনের নিয়ম মেনে অনেকে তথ্য আপডেট তথা হালনাগাদ করেছেন। তবে ভবিষ্যতে ওয়ার্ক পারমিটে সরাসরি এই তথ্যগুলো পরিবর্তন করা নিষিদ্ধ করেছে দেশটির প্রশাসন।

জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন খবর প্রকাশিত হয়েছে দেশটির গনমাধ্যমে। বলা হয়েছে, নিয়োগকর্তারা (স্পন্সর) যারা এই ধরনের পরিবর্তন চাইছেন, তাদের অবশ্যই একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।

কোন তথ্য সংশোধন করার জন্য নিয়োগকর্তারা ওয়ার্ক পারমিট ইস্যু করার তারিখের দুই সপ্তাহের মধ্যে সাহেল পরিষেবার মাধ্যমে কর্মীর বিদ্যমান ভিসা বাতিলের জন্য আবেদন করতে হবে।

পরবর্তীকালে ডাটাবেজে কর্মীর তথ্য আপডেট তথা হালনাগাদ করতে এবং নতুন ওয়ার্ক পারমিটের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

এর ফলে প্রতারণামূলক কার্যকলাপ রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া যেসব দেশ থেকে বর্তমানে কর্মী নিয়োগ নিষিদ্ধ বা স্থগিত আছে সেসব দেশ থেকে আবারও কর্মী নিয়োগ করার সম্ভবনা আছে বলে জানান সংশ্লিষ্টরা।

Previous Article

সাশ্রয়ী দামে অপোর দুর্দান্ত স্মার্টফোন

Next Article

ক্রিপ্টো ব্যবসায়ীর ১১ হাজার বছরের কারাদণ্ড!