স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। ১২৩ রানের জবাবে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
সোমবার নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিল ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রোস্টন চেজ। এ ছাড়া কাইল মায়ার্স ৩৪ বলে করেন ৩৫ রান। অন্য ব্যাটাররা তেমন রান করতে পারেননি।
জবাবে খেলতে নেমে দুই ওভার ব্যাট করতেই নামে বৃষ্টি। দীর্ঘ সময় পর আবারও খেলা শুরু হয়। তবে এ সময় প্রোটিয়াদের জন্য ১৭ ওভারে ১২৩ রানের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়।
পরে ১৬.১ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্ট্যাবস। এ ছাড়া ১০ বলে ২২ রান করেন হেনরিখ ক্ল্যাসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।