জুমবাংলা ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এই স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে দুই যাত্রী স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা পার্কিং থেকে দুই যাত্রীকে আটকের পর শুল্ক গোয়েন্দারা সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ ও দুই যাত্রীকে আটক করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।