ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব-১১। অভিযানে হামলায় ব্যবহৃত একটি পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় র্যাব-১১ একজন সন্দেহভাজনকে আটক করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে নরসিংদীর তরুয়া বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই অভিযানে পানির ভেতর থেকে হামলায় ব্যবহৃত পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আটক ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায়। র্যাব জানায়, সম্প্রতি ফয়সাল নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্বরসংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে নরসিংদী সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়া বিলে পানির ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাবের একটি সূত্র জানায়, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদ ওরফে শিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন এবং ১টি খেলনা পিস্তল।
এর আগে মঙ্গলবার রাতেই র্যাবের এক বিজ্ঞপ্তিতে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে ২টি ম্যাগাজিন, ১১টি গুলি এবং ১টি চাকু উদ্ধারের কথা জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



