নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যারা দিন-রাত পরিশ্রম করেছেন, সেই সব গ্রাম পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে এক ব্যতিক্রমধর্মী প্রীতিভোজের আয়োজন করা হয় কালীগঞ্জ থানা কম্পাউন্ডে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ প্রীতিভোজে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রাম পুলিশ, দফাদার ও চৌকিদার। অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন তারা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, যিনি দুর্গাপূজা উপলক্ষে মাঠপর্যায়ে কর্মরত গ্রাম পুলিশদের ভূমিকা নিয়ে গভীর প্রশংসা করেন।
ওসি আলাউদ্দিন বলেন, “গ্রাম পুলিশরা আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রথম সারির সৈনিক। তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণেই দুর্গাপূজার মতো বড় উৎসবও সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এমন নিষ্ঠা ও দেশপ্রেম ধরে রাখলেই সমাজ আরও নিরাপদ হবে।”
প্রীতিভোজে জাঙ্গালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ আনোয়ার হোসেন বলেন, “ওসি স্যার আমাদের যেভাবে সম্মান জানিয়েছেন, তাতে আমরা গর্বিত। এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ের সদস্যদের মনোবল অনেক বাড়িয়ে দেয়।”
জামালপুর ইউনিয়নের দফাদার শহীদুল্লাহ বলেন, “আমরা দিনরাত কাজ করি জনগণের নিরাপত্তার জন্য। আজ থানায় এমন সম্মান পেয়ে মনে হচ্ছে—আমাদের পরিশ্রম সত্যিই সার্থক। এ আয়োজন আমাদের আরও অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. আশরাফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা শামীমসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের অবদান প্রায়ই আড়ালে থেকে যায়। আজকের এই উদ্যোগ তাদের সম্মানিত করেছে—এমন উদ্যোগ অন্য থানাগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
শেষে সকল উপস্থিত সদস্যদের মাঝে সৌজন্য খাবার পরিবেশন করা হয়। হাসি-আনন্দে ভরপুর এ আয়োজনে একধরনের পারিবারিক উষ্ণতা বিরাজ করে।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ থানার এই প্রীতিভোজ কেবল একদিনের অনুষ্ঠান নয়-বরং এটি মাঠপর্যায়ের গ্রাম পুলিশ সদস্যদের প্রতি সম্মান ও সহযোগিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।