বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আবারও খবরের শিরোনাম স্মার্টফোন ওয়ানপ্লাস। তবে নতুন ফিচারের জন্য নয়। এবার শিরোনাম হয়েছে পকেট থেকে ফোন বের করার সময়ে বিপ জ্জ ন ক ভাবে বি স্ফো র ণে র কারণে। এর আগেও একাধিকবার ওয়ানপ্লাস ফোন বি স্ফো রি ত হয়েছে। তবে এবারের দু র্ঘ ট না আরও ভ য়ং ক র।
ওয়ানপ্লাস নর্ড ২ মডেলের ফোন নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের শেষ নেই। এরমধ্যেই তৃতীয়বারের মত বি স্ফো রি ত হল ফোনটি। ভারতের দুশ্যয়ন্ত গোস্বামী নামের এক ব্যক্তি ছয় মাস আগেই একটি ওয়ানপ্লাস নর্ড সিই কিনেছিলেন। দিন দু’য়েক আগে পকেট থেকে বের করার সময়ে ফোনটির বি স্ফো র ণ হয় বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনাটি নিয়ে টুইটার ও লিঙ্কডইনে সরব হয়েছেন দুশ্যয়ন্ত। যদিও তার দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। পরবর্তীতে তিনি দাবি করেছেন যে, ওয়ানপ্লাস কর্তৃপক্ষ তাকে ফোন করেছিল। তারা নষ্ট হওয়া ফোনটি যত দ্রুত সম্ভব পাল্টে দেওয়ার আশ্বাস দিয়েছে।
এদিকে এক টুইটার পোস্টে দুশ্যয়ন্ত লিখছেন, ‘আমাকে সাহায্য করার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। গতকাল রাত আটটার সময় ওয়ানপ্লাস টিম আমাকে ফোন করে আশ্বাস দেয়, মঙ্গলবারের মধ্যেই একটি নতুন মডেল আমার কাছে পৌঁছে দেওয়া হবে।’
এরআগে টুইটার পোস্টে দুশ্যয়ন্ত অভিযোগ করেছিলেন, ‘জনপ্রিয় একটি মোবাইল কোম্পানি ওয়ানপ্লাস-এর একটি ফোন কিনেছিলাম। এই ফোনের কোয়ালিটি দুর্দান্ত বলে দাবি করেছিল কোম্পানিটি। আমার ফোনের মাত্র ৬ মাস বয়স। গতকাল পকেট থেকে বের করতে গিয়েই ফোন থেকে বি স্ফো র ণ ঘটে। ঘটনাটি যে শুধুই দুঃখজনক তা নয়, ভয়ঙ্করও। এই দুর্ঘটনার দায় কি ওয়ানপ্লাস নেবে?’
টুইটারের পোস্টের সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেছেন দুশ্যয়ন্ত। এতে দেখা যায় ফোনের পিছনের অংশ জ্বলে গেছে। সেই সঙ্গেই ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং ক্যামেরা সব কিছুই নষ্ট হয়েছে।
তবে এই প্রথম যে কোনও ওয়ানপ্লাস ফোন বি স্ফো রি ত হল এমনটা নয়। এর আগে একাধিক বার ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের বি স্ফো র ণ হয়েছিল বলে অভিযোগ করেছিলেন গ্রাহকরা। ভারত তো বটেই বিশ্বের অন্যান্য প্রান্তের ওয়ানপ্লাস ব্যবহারকারীরাও একই অভিযোগ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।