নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মামুনুর রশীদ করোনা মোকাবিলায় সরকারের দেয়া লকডাউনের সময় নিজ কাঁধে বস্তা নিয়ে নিম্ন আয়ের মানুষদের বাড়িবাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আলোচনায় আসেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া জমজ দুই বোনের দায়িত্ব নেওয়াসহ বিভিন্ন মানবিক কাজ করে সকলের প্রশংসা কুড়ান বিসিএস ২১ ব্যাচের এই কর্মকর্তা। মামুনুর রশীদ ২০১৯ সালের ২৩ জুন বাগেরহাটে ডিসি হিসেবে যোগদানের আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে।
বৃহস্পতিবার একই প্রজ্ঞাপনে, বরগুনার ডিসি মুস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানকে বরগুনা, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপ-সচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এএনএম ফয়জুল হককে বাগেরহাট, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব অঞ্জনা খান মজলিস চাঁদপুর, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব আনোয়ার হোসেন আকন্দকে লক্ষ্মীপুর, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দারকে বরিশাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ইয়াসমিন পারভীন তিবরিজিকে বান্দরবান, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব জাহাঙ্গীর হোসেনকে সুনামগঞ্জের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব, বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব এবং চট্টগ্রামের ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেনকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব, কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এবং নারায়ণগঞ্জের ডিসি জসিম উদ্দিনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব, বরিশালের ডিসি এম এম অজিয়ার রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব, নড়াইলের ডিসি আঞ্জুমান আরাকে স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব এবং সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel