আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোতে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। দেশটির কর্তৃপক্ষ শনিবার এ দুর্ঘটনার কথা গণমাধ্যমকে জানায়। খবর আনাদোলুর।

Advertisement
কঙ্গোর লুলাবা প্রদেশে শুক্রবার গভীর রাতে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে।
প্রাদেশিক কর্মকর্তা জেয়ান সেরগা লুমু গণমাধ্যমকে জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সাত যাত্রীর লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে গেছেন। আরও ৫৩ জনের লাশ দুর্ঘটনাস্থলে পড়েছিল।
এ ঘটনায় অসংখ্য যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লুবুডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি মুয়েনেডিতো শহর থেকে লুবুমবাশি যাচ্ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


